কিয়ামতের বড় আলামতের একটি আলামত ঈসা ইবনু মারইয়াম (আঃ) এর অবতরণ। আল্লাহর সুনির্দিষ্ট বেঁধে দেওয়া সময়ে তিনি আসমান থেকে অবতরণ করবেন। তিনি পুনরায় ইসলামের সুশীতল ছায়ায় ...
কিয়ামতের বড় আলামতের একটি আলামত ঈসা ইবনু মারইয়াম (আঃ) এর অবতরণ। আল্লাহর সুনির্দিষ্ট বেঁধে দেওয়া সময়ে তিনি আসমান থেকে অবতরণ করবেন। তিনি পুনরায় ইসলামের সুশীতল ছায়ায় এই উম্মতকে একত্রিত করবেন। জমিন থেকে হটাবেন নৈরাজ্য, অশান্তি, অন্যায়, অবিচার। প্রতিষ্ঠা করবেন সত্য, শান্তি, ন্যায় ও সুবিচার। ইসলাম ভিন্ন মানবরচিত কোনো ধর্মের অস্তিত্বও তিনি রাখবেন না। তাঁর আগমনে একঘাটে বাঘে-মহিষে পানি খাবে। একই মাঠে বাঘ সিংহ গরু ছাগল চরে বেড়াবে। কেউ কারোর দিকে চোখ তুলেও তাকাবে না। ঠিকই এমনই এক সুদিনের বরাত নিয়ে তিনি আসবেন। তিনি আবার আসবেন।