আপনার ফেরত দেওয়া পণ্যটি যাচাই-বাচাই করণের পর রিফান্ড দেওয়া হবে।
যদি সাপ্লাইয়ার এর কাছে স্টক তাহলে আগের পণ্যটি পরিবর্তন করে নতুন পণ্য দেওয়া হবে। যদি স্টক না থাকে তাহলে পণ্যের জন্য আপনার পরিশোধকৃত সম্পূর্ণ টাকা রিফান্ড করা হবে।
যদি পেমেন্ট মেথড হিসবে "ক্যাশ অন ডেলিভারি" সিলেক্ট করে থাকেন এবং আপনি যদি পণ্যটির জন্য কোনো টাকা পরিশোধ না করে থাকেন তাহলে কোন টাকা রিফান্ড পাবেন না।
অনলাইন পেমেন্টের ক্ষেত্রে টেকনিক্যাল ভুলের কারণে যদি বেশী টাকা কেটে রাখা হয় তাহলে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।
রিফান্ড প্রসেস করতে সাধারণত ৭-১০ দিন সময় নিয়ে থাকি আমরা। যদি এর মাঝে রিফান্ড না পান তাহলে এই ইমেইল এড্রেসে ilmiboi.com@gmail.com ইমেইল করুন।